প্রকাশিত: Tue, Jun 4, 2024 11:42 AM
আপডেট: Fri, May 9, 2025 6:32 PM

[১]মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্লদিয়া শেইনবম নির্বাচিত

ইকবাল খান: [২]  ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী ক্লদিয়া শেইনবম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । সূত্র: এপি, আলজাজিরা

[৩] তিনি ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা।

[৪] প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজ পরাজয় স্বীকার করে নিয়ে বলেছেন, ‘কয়েকমিনিট আগে আমি শেইনবমের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী ফলাফল স্বীকার করে নিয়েছি।’

[৫] মেক্সিকো সিটির সাবেক মেয়র ক্লদিয়া (৬১) একজন প্রশিক্ষণপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী।

[৬] সোমবার প্রাথমিক ফলের পর দেশবাসীর উদ্দেশে ক্লদিয়া বলেন, ‘আমি আপনাদেরকে নিরাশ করব না।’

[৭] প্রধান প্রতিদ্বন্দ্বী জোচিল গালভেজ ২৬.৬-২৮.৮ শতাংশ ভোট পেয়েছেন। 

[৮] আগামী ৮ জুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।